বাংলাদেশের ক্যাম্পে এক বছরে ২৫ রোহিঙ্গা খুন

বাংলাদেশের কক্সবাজারে একজন রোহিঙ্গা প্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইয়াবা ব্যবসার জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার বিকালে টেকনাফ লেদা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গত এক বছরে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ২৫জন রোহিঙ্গা খুন হয়েছে। এরমধ্যে উখিয়ায় ১৪ জন এবং টেকনাফে ১১জন।
নিজের মধ্যে কোন্দল এবং ইয়াবা ব্যবসার জের ধরে ঘটেছে অধিকাংশ হত্যাকাণ্ড।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়া আজকের ঘটনা সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেন ঘটনার সাথে জড়িতরা ইয়াবা ব্যবসার সাথের সম্পৃক্ত। ইয়াবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই হত্যাকান্ড ঘটেছে।
নিহত মো. ইয়াসের ২০০৮ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।
হত্যাকান্ডে জড়িত সৈয়দ আলম আরো অনেক আগে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল বলে জানা গেছে।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইনের রিপোর্ট