রোহিঙ্গা প্রত্যাবাসন যথাসময়ে শুরু হবে: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী রোহিঙ্গা প্রত্যাবাসন যথাসময়ে শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী সমস্যাকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক অস্বস্তিকর বিষয় হিসেবে উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের সাথে ২৩ নভেম্বর রোহিঙ্গ প্রত্যাবাসন বিষয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্ত শুরু হবে বলে তিনি আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী শত শত বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকসহ অভিন্ন ইতিহাস ঐতিহ্যের কারণে ভারতকে পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করেন। আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বক্তব্য দেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।