৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছেন

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন চীন, জাপান, জার্মানিসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ঢাকার অনলাইন মিডিয়াতে শুক্রবার প্রকাশিত খবরে বলা হয়েছে আগামী ২০ শে নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে বসছে এশিয়া-ইউরোপ বৈঠক বা আসেম দেশগুলোর ১৩তম সম্মেলন। এতে অংশ নেয়ার আগেই রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে ঢাকায় আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার আসবেন ১৮ ই নভেম্বর এবং পরদিন আসবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। চার দেশের মন্ত্রীর ঢাকা সফরের কারণেই মিয়ানমারে যাওয়ার তারিখ পিছিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

নেপিদো সম্মেলনের আগে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে গুরুত্ব দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আসেম সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গ যাতে না ওঠে সেই চেষ্টা চালাচ্ছে মিয়ানমার। এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।