চীন-রাশিয়ার সক্রিয় সমর্থন ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক পর্যায়ে আলাপ-আলোচনা, চুক্তি স্বাক্ষরসহ নানা চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায় থেকে যথেষ্ট চাপ সৃষ্টি হবে এমন প্রত্যাশাও ছিল বাংলাদেশের। বৃহৎ শক্তিগুলোসহ নানা দেশ সংকট নিরসনে যেভাবে এগিয়ে আসবে বলে বাংলাদেশের ভাবনা-চিন্তা ছিল বাস্তবে তাও দেখা যাচ্ছে না। দীর্ঘসময়ে তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না রোহিঙ্গা সংকট সমাধানে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীতিনির্ধারকগণ এখন বলছেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয়। এ অবস্থায় বিশেষজ্ঞ, বিশ্লেষক মহলে নতুন করে আবার জোরেশোরে সেই আলাপ-আলোচনা শুরু হয়েছে যে, বৃহৎ শক্তিসমূহ বিশেষ করে চীন এবং রাশিয়ার সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও এ সংকটের সমাধান সম্ভব নয়। বৃহৎ শক্তিগুলো বিশেষ করে চীন ও রাশিয়ার ভূমিকাসহ এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক ড. আমেনা মহসীন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।