মিয়ানমারের কিশোর বয়সীরা দারুণ সমস্যার শিকার হচ্ছে: জাতিসংঘ

মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী যখন বাংলাদেশ সীমান্তে পালিয়ে যাচ্ছেন, তারই মাঝে রোহিঙ্গা কিশোর বয়সীরা আর এক সংকটের সম্মুখীন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দফতর থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমারের কিশোর বয়সীরা দারুণ সমস্যার শিকার হচ্ছে। ২০১৩ সালের ফেব্রয়ারী থেকে নিয়ে ২০১৭ সালের জুন মাস পর্য্যন্ত সময়কালীন এক খতিয়ানে এই সংকটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তবে আগস্ট মাস থেকে সর্বসাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থীদের ছেলেমেয়েদের পরিস্থিতি এই রিপোর্টের অন্তর্ভূক্ত নয়।

বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি সাংবাদিক সারওয়ার আজম মানিকের সঙ্গে। তিনি জানালেন, মিয়ানমারের অভ্যন্তরে কিশোর বয়সীদের সহিংস অভিযানে কাজে লাগানো হচ্ছে বলে যে খবরাখবর, তারা বিভিন্ন সংবাদ মাধ্যম, বাংলাদেশ সরকারের ভাষ্য এবং যারা বাংলাদেশে গিয়ে আশ্রয় নিচ্ছে তাদের কাছ থেকে জানতে পারছেন। মানিক কক্সবাজারের আশ্রয় শিবিরে স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার উল্লেখ করে জানান, বর্তমানে প্রচণ্ড শীতের কারণে নানা অসুখ-বিসুখ দেখা দিয়েছে, চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট নেই, এবং প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশে অর্থাৎ ওই আশ্রয় শিবিরে ডিপথেরিয়া রোগ দেখা দিয়েছে।

Your browser doesn’t support HTML5

মিয়ানমারের কিশোর বয়সীরা দারুণ সমস্যার শিকার হচ্ছে: জাতিসংঘ