আলাপন: রোহিঙ্গা প্রত্যাবাসন-প্রত্যাবর্তন সমস্যা

বাংলাদেশে আশ্রয় নেয়া ৭ লক্ষাধিক রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে দেশটির কাছে প্রথম দফায় ১ হাজার ৬শ ৭৩ পরিবারের ৮০৩২ জনের তালিকা হস্তান্তর করা হয়েছিল। তবে মিয়ানমার কর্তৃপক্ষ তার মধ্য থেকে মাত্র ৯১টি পরিবারের ৩৭৪ জনের পরিচয় নিশ্চিত করেছে। বাকীদের ব্যাপারে মিয়ানমার বলছে, বাংলাদেশ অন্যান্যদের ক্ষেত্রে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন "রোহিঙ্গা প্রত্যাবাসন-প্রত্যাবর্তন সমস্যা"।

আজকে অতিথি হিসাবে ছিলেন ঢাকা থেকে অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা আইওএম-এর সাবেক কর্মকর্তা আসিফ মুনীর। এছাড়াও কক্সবাজার থেকে স্থানীয় সাংবাদিক সরোয়ার আজম মানিক এবং সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে আসা সহকর্মী সেলিম হোসেনও আমাদের অনুষ্ঠানে নানা তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: রোহিঙ্গা প্রত্যাবাসন-প্রত্যাবর্তন সমস্যা