রাখাইনে এখনো আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রয়েছে: অস্ট্রেলীয় স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার প্রস্তুত বলে দাবি করলেও অস্ট্রেলিয়া ভিত্তিক একটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে তেমন কোন প্রস্তুতি নেয়নি মিয়ানমার।

স্যাটেলাইট থেকে সংগৃহীত মিয়ানমারের রাখাইন রাজ্যের ছবি বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অস্ট্রেলীয় স্ট্র্যাটেজিক পলিসি ইন্সটিটিউট। মঙ্গলবার প্রকাশিত ঐ প্রতিবেদনে সংস্থাটি বলেছে, মিয়ানমার সরকার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের অঙ্গীকার করলেও স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে তাদের বাড়িঘর পুনর্নির্মাণের কোন আলামত পাওয়া যায়নি। বরং স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, এখনো রাখাইনের কিছু কিছু এলাকায় আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে এ বিষয়ে জানতে মিয়ানমার সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি এবং এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি রাখাইনের প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।