মিয়ানমারের উপরে অধিকতর চাপ প্রয়োগের কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপরে অধিকতর চাপ প্রয়োগের কথা বলেছেন। একই সাথে মহাসচিব রোহিঙ্গাদের প্রতি পূর্ণ সমর্থন ও রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানজনকভাবে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের উপরে চাপ সৃষ্টিসহ সামগ্রিকভাবে সহায়তা, সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।

এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং ওই বিশ্ববিদ্যালয়েরই গবেষণা সংস্থা সেন্টার ফর জেনোসাইড স্ট্যাডিজ-এর প্রধান ড. ইমতিয়াজ আহমেদ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে সংবাদদাতা আমীর খসরু'র রিপোর্ট।