মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে চলে যাওয়া রোহিঙ্গা শরণার্থীর পরিস্থিতি

Rohingya refugees stretch their hands to receive aid distributed by local organisations at Balukhali makeshift refugee camp in Cox's Bazar, Bangladesh, September 14, 2017.

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএনএসসি বুধবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং বাংলাদেশে চলে যাওয়া ৪ লাখের ওপর রোহিঙ্গা শরণার্থী নিয়ে যে বিবৃতি দিয়েছে তাকে এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিবিদ এবং সাধারণ মানুষ।

তাঁরা দাবি করেছেন রাখাইন রাজ্যে শত শত বছর যাবত বসবাসকারী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে তাদের কেড়ে নেয়া নাগরিকত্ব এবংনিরাপত্তাসহ সকল অধিকার ফেরত দিতে হবে। এ লক্ষ্য অর্জনের জন্যজাতিসংঘ এবং বিশ্বেরপ্রভাবশালী দেশ গুলোকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউএনএসসি এরসর্বসম্মত বিবৃতিতে এটাই প্রতীয়মান হয়েছে যে বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মূল্যায়ন