মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ

অস্ট্রেলিয়ার সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা চালানোর দায়ে মিয়ানমার পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঢাকায় অস্ট্রেলীয় হাই কমিশন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেরিস পেইন এর একটি লিখিত বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়েছে যাতে তিনি মিয়ানমারের ওই পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নেয়া ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। এই নিষেধাজ্ঞার আওতায় যে সকল সেনা কর্মকর্তারা পড়েছেন তারা হলেন, অং ক্যাও জ, মং মং সো, অং অং, থান ও এবং খিন মং সো। ঢাকায় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞার কবলে পড়া সেনা কর্মকর্তাদের মধ্যে শক্তিধর একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনিই রাখাইনে নৃশংস ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করেছিলেন।

এদিকে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত আরও দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ইইউ সাড়ে ছয় কোটি ইউরো সহায়তা দিয়েছে।

আরও জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ