রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন

A Rohingya refugee carries

কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করতে আগামী ২৩ শে অক্টোবর দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন যদি অনুমতি দেয়া হয় তবে রাখাইন রাজ্যের যেসব এলাকায় রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়েছেন সেসকল স্থানে তিনি যাবেন।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কফি আনান কমিশনের রিপোর্টের ওপর শুনানি করতে শুক্রবার অনানুষ্ঠানিক বৈঠকে বসবে বলে জানা গেছে। ওই বৈঠকে জাতিসংঘের সাবেক প্রধান কফি আনানের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, জাতিসংঘের রাজনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেফ্রি ফেটম্যান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে চারদিনে এক সফরে শুক্রবার মিয়ানমার যাচ্ছেন।

অন্যদিকে, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা রেনাতা লোক-ডেসালিয়েনকে নিউ ইয়র্কে সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে হামলা হতে পারে এমন তথ্য জানার পরও তিনি তা গোপন করেছিলেন।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট মিয়ানমার