বাংলাদেশ এবার রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যাতে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে- তার চেষ্টা চালাচ্ছে। ঢাকা চাচ্ছে, ওই বৈঠক থেকে যদি রোহিঙ্গা সংকট সমাধানের স্বপক্ষে কোনো প্রস্তাব পাস করা হয়-তাতে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমার চাপের মুখে পড়বে। বর্তমানে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নির্বাহী সদস্য রাষ্ট্রের সংখ্যা ৪৭। বিশেষ বৈঠকের জন্য কমপক্ষে ১৬টি দেশের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করতে হয়। এসব বিষয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গা সংকট নিষ্পত্তির বিষয়টি উত্থাপন এবং মিয়ানমারের উপরে কার্যকর চাপ প্রয়োগের ক্ষেত্র প্রস্তুতের জন্য বাংলাদেশের পররাষ্ট্র দফতর কিছুদিন ধরে ঢাকাস্থ বিদেশী কূটনীতিকদের সাথে বৈঠক করছে। বুধবারও প্রভাবশালী ২০টি দেশের ঢাকাস্থ কূটনীতিকদের সাথে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। এদিকে, চীনের একজন বিশেষ দূত সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে বুধবার বিকেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, চীন মধ্যস্থতায় রাজি নয় বলে জানিয়ে দেয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের পরপরই চীনা বিশেষ দূতের ঢাকা সফর তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট রোহিঙ্গা