ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তর বিষয়ে সন্দিহান জাতিসংঘের দূত ইয়াংহি লি

Yanghee Lee

ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তর বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি। মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে ইয়াংহি লি তার সাম্প্রতিক ভাষানচর সফরের বিষয়ে সোমবার জেনভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অবিহিত করে বলেন বঙ্গোপসারের ওই দ্বীপটি বাস্তবেই বাসযোগ্য কিনা সে বিষয়ে তিনি সন্দিহান।

বাংলাদেশ সরকার বলে আসছে এপ্রিল মাসে ২৩ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে স্থানান্তর করা হবে। তাড়াহুড়ো করে তাদের সেখানে পাঠানো হলে মিয়ানমারের কাছে ভুল বার্তা দেওয়া হবে বলে উল্লেখ করে ইয়াংহি লি বলেন দেশটি এতে ভাবতে পারে যে বাংলাদেশেই রোহিঙ্গাদের স্থায়ি বসবাসের ব্যাবস্থা হয়ে গেছে এবং তাদের ফেরত না নিলেও চলবে। এদিকে, যুক্তরাষ্ট্র দুতাবাস সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার গত ৮ থেকে ১০ই জানুয়ারি কক্সবাজার জেলা সফর করেন যখন তিনি স্থানীয় কমিউনিটি, অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তিনি সরকারি কর্মকর্তা এবং কক্সবাজার অঞ্চলে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর কর্মীদের সঙ্গেও সাক্ষাত করেন।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তর বিষয়ে সন্দিহান জাতিসংঘের দূত ইয়াংহি লি