রোহিঙ্গাদের এমন একটি প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফিরে না আসে

বাংলাদেশ রোহিঙ্গাদের এমন একটি ব্যবস্থায় নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ যাতে তাঁদের এদেশে আর কখনো ফিরে আসতে না হয়। সোমবার রোহিঙ্গা ইস্যুতে এক ওয়েবিনারে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এমন মন্তব্য করে বলেন তাঁর দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুই দফা ফেরত নেয়ার জন্য মিয়ানমার ও অন্য কয়েকটি দেশ চেষ্টা করলেও তা সফল হয়নি কারন রোহিঙ্গারা মনে করে রাখাইনে তাঁদের জন্য এখনো পরিস্থিতি নিরাপদ নয় এবং দেশটি তাঁদের নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়নি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকায় ক্যানাডার হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন রোহিঙ্গা সমস্যার শুরু থেকে বাংলাদেশ সুপ্রতিবেশি সুলভ আচরণের মাধ্যমে কূটনৈতিকভাবে এর সমাধান করতে চাইলেও মিয়ানমারের অসহযোগিতার কারনে তা সম্ভব হচ্ছেনা।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

ওয়েবিনারে অন্যান্যদের মধ্যে অংশ নিয়েছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ক্যানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফোনটাইন। রাষ্ট্রদূত রবার্ট মিলার আশা প্রকাশ করেছেন যে কূটনৈতিক পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। তিনি বলেন এ সমস্যা বাংলাদেশের একার নয় বরং এর সমাধানের দায়িত্ব সকলের। ক্যানাডার হাইকমিশনার বলেন রোহিঙ্গা সমস্যা সমাধানে নিজেদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছে ক্যানাডা সরকার। তিনি বলেন এক্ষেত্রে যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হল মানবিক সমস্যা সমাধানে অবদান রাখা, মিয়ানমারের ওপর চাপ বজায় রাখা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গাদের এমন একটি প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফিরে না আসে