মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ১৪ জনের মৃত্যু হয়েছে। ১৭ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী এর সত্যতা স্বীকার করেছেন।
ইউপি চেয়ারম্যান জানান, বিকাল ৫টার দিকে পুলিশ ও স্থানীয়রা সাগর থেকে ১৪ জনের লাশ উদ্ধার করে। সাম্প্রতিক সেনা অ্যাকশনে রোহিঙ্গারা দলে দলে দেশ ছাড়ছেন। তাদের গন্তব্য বাংলাদেশ। এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট নৌকাডুবি