বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৫ জনের মৃত্যু

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে ৬৩ জনকে।

উদ্ধারকৃতদের মধ্যে ২ জন বাংলাদেশি। বাকিরা রোহিঙ্গা বলে জানা গেছে।

মালয়েশিয়াগামী ট্রলার টিতে ১৩৮ জন যাত্রী ছিল। এঘটনায় এখনও আরো ৬০ নিখোঁজ রয়েছে বলে ধারণা করছেন কোষ্টগার্ড সদস্যরা।

অবৈধভাবে সাগরে পথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। এ বিষয়ে সবশেষ খবর জানতে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেন কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন সাকিলের সঙ্গে।

Your browser doesn’t support HTML5

বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে ১৫ জনের মৃত্যু