রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারতকে বাংলাদেশ দুটি কথা বলেছিল। এক, মায়ানমার থেকে শরণার্থীদের ঢেউ এর ভারে তারা বিপর্যস্ত। ভারত মায়ানমারের ওপর চাপ দিয়ে রোহিঙ্গাদের দেশত্যাগে বাঁধা দিক। দুই, লক্ষ লক্ষ শরণার্থীর দায় বহনে কি সাহায্য করতে পারে ভারত? অনুরোধে সাড়া দিয়ে মায়ানামারকে ভারত বলে, রোহিঙ্গাদের সঙ্গে আচরণে যেন সহানুভূতি থাকে। সেনা ও নাগরিক, কারুরই যেন ক্ষতি না হয়। বাংলাদেশে ভারতের দূত হর্ষবর্ধন সিংলাও দিল্লিতে এসে বিদেশ মন্ত্রকের কাছে রোহিঙ্গা পরিস্থিতি ব্যাখ্যা করেন। এরপরই বিদেশ সচিব জয়শঙ্কর জরুরি ভিত্তিতে শরণার্থীদের জন্য সাহায্য পাঠানোর ব্যবস্থা করেন। জানা গিয়েছে, রিলিফ নিয়ে বিমান যাবে চট্টগ্রামে। সেখানেই সব সামগ্রী বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে, তারপর বাংলাদেশ প্রয়োজন অনুসারে বিতরণ করবে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
গৌতম গুপ্তের রিপোর্ট সাহায্য