হিন্দুপ্রধান জম্মু অঞ্চলে মুসলিম রোহিঙ্গাদের থাকা চলবে না, দাবি বণিকসভার

Rohingya_jammu

ভারতের জম্মুর বণিকসভার সভাপতি রাকেশ গুপ্তা এক চিঠিতে রাজ্যপাল এন.এন. ভোরাকে বলেছেন, হিন্দুপ্রধান জম্মু অঞ্চলে মুসলিম রোহিঙ্গাদের থাকা চলবে না । তাদের আবদ্ধ রাখা হোক ক্যাম্পে। অ-মুসলিম জম্মুবাসীদের সঙ্গে এদের অবাধ মেলামেশা বাঞ্ছনীয় নয়। এমন প্রস্তাব যে আসতে পারে, সেটাই অভাবিত। রোহিঙ্গারা ভারতে আদৌ থাকতে পারবে কিনা, তা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। তার নিষ্পত্তি না হওয়া অব্দি রোহিঙ্গাদের এ ভাবে আটকে রাখা হোক, এমনই দাবি বণিকসভার। আরও অন্যান্য রাজ্যে রোহিঙ্গারা থাকলেও এমন ভাবে ক্যাম্পে আটকে রাখার প্রস্তাব এসেছে কেবল জম্মু থেকেই। রাজ্যপালের তরফে কোনও জবাব আসেনি।

কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

Jammu-Kashmir