রোহিংগা শিবিরে মসজিদ বানানো বন্ধ

২৫ অগাস্টআরাকান রোহিংগা স্যালভেশন আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে হঠাত করে মারাত্মক সহিংসতা শুরুর পর আব্দুল আজিজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কুটুপালং শরণার্থী শিবিরে আশ্রয় নেন।

৫ লক্ষ রোহিংগা মুসলিম মিয়ানমার ত্যাগ করে তাদেরই একজন ৪৮ বছর বয়সী আব্দুল আজিজ। অত্যন্ত ঘিঞ্জি শরণার্থী শিবিরে তিনি একটি মসজিদ তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে চাঁদা তোলেন। আজিজের ঐ পদক্ষেপ অনেকে পছন্দ করলেও তা কার্যকর হয়নি।

ঢাকা ট্রিবিউন খবরের কাগজের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের কর্মকর্তারা এ সপ্তাহে জানিয়েছেন, নতুন বানানো যেকোনো মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্কুল ভেঙ্গে দেওয়া হবে এবং মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্কুল বানানোর আগে সেনা বাহিনীর কাছে থেকে অনুমোদন নিতে হবে।