পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ৪ থেকে ৫ লক্ষ রোহিঙ্গার নাম ঢুকে গিয়েছে

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ৪ থেকে ৫ লক্ষ রোহিঙ্গার নাম ঢুকে গিয়েছে বলে আজ বুধবার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মাত্র গত সপ্তাহেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আজ সেই ভোটার তালিকা নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন। দীর্ঘদিন ধরেই অবশ্য রোহিঙ্গাদের নিয়ে বিজেপির একটা অভিযোগ আছে। তাঁরা অনেকদিন ধরেই বলে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বদান্যতায় পশ্চিমবঙ্গ এখন রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে‌।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ৪ থেকে ৫ লক্ষ রোহিঙ্গার নাম ঢুকে গিয়েছে

তবে এবারে দিলীপ ঘোষ যা বললেন সেটা যথেষ্ট গুরুতর অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতির এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, বিজেপির যদি কিছু বলার থাকে তা হলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুক। ভোটার তালিকা তৃণমূল তৈরি করেনি, নির্বাচন কমিশন করেছে‌।