রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে রোহিঙ্গা শুমারি শুরু করে

অক্টোবর থেকে এই পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে কতো সংখ্যায় রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন- তার কোনো সঠিক তথ্য ও পরিসংখ্যান কারো কাছেই নেই। জাতিসংঘ জানুয়ারিতে বলেছিল, এই সংখ্যা ৭৩ হাজারের বেশি হবে। তবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রধান জানিয়েছেন, মানসম্মত শুমারি ছাড়া সঠিক সংখ্যা বলা যাবে না। আর স্থানীয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর বক্তব্য এই সংখ্যা এক লাখের মতো হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার নতুন আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা জানতে শুরু করেছে শুমারি।

সরকারের পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট স্থানীয়রা এই কাজ শুরু করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প ও এলাকা, বান্দরবান এবং চট্টগ্রামের কিছু এলাকায় এই শুমারি চলছে। বাংলাদেশে আশ্রয় নেয়া সব রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে গত বছরের মার্চে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শুমারি শুরু করে এবং নভেম্বর নাগাদ তা পুরোপুরি নির্ধারণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এরই মধ্যে নতুন করে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীরা বাংলাদেশে আসতে শুরু করলে, আগের কার্যক্রম ব্যহত হয়।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা জানতে রোহিঙ্গা শুমারি শুরু করে