Rohingya women carry children and wait for food handouts at Thangkhali refugee camp in Cox's Bazar, Bangladesh, Oct. 5, 2017.
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার বলেছেন রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠিকে নিয়ে বর্তমানের শরণার্থী সঙ্কটের জন্য তিনি মিয়ানমারের সামরিক নেতৃত্বকেই দায়ী করছেন।
৫ লক্ষেরও বেশী রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ বাংলাদেশে গেছে। বর্মী সামরিক বাহিনী, সংখ্যালঘু ওই সম্প্রদায়ের উপর দমন অভিযান চালানোয় রোহিঙ্গা মুসলমানরা প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা চরমপন্থীরা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছিলো।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশেনালের এক রিপোর্টের পর পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ওই মন্তব্য করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশেনালের রিপোর্টে বলা হয় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে।