রোহিঙ্গা শরণার্থী বিষয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা এবং জাতিসংঘ: ড. তাসনীম সিদ্দিকীর বিশ্লেষণ

বাংলাদেশসহ আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংস্থাগুলো বলছে, এই দফার ৫ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় প্রার্থীসহ বর্তমানে বাংলাদেশে মিয়ানমারের আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গার সংখ্যা ৯ লাখের বেশি। সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, এই বিশাল সংখ্যায় রোহিঙ্গা শরণার্থীদের একটি ক্যাম্পে আশ্রয় দেয়া বা রাখা হবে। সরকারের এই সিদ্ধান্তে সাথে ইতোমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা এবং দেশ দ্বিমত পোষণ করেছে এই বলে যে, এটি বিপজ্জনক একটি পরিকল্পনা। এটি বিপজ্জনক- দ্রুত রোগ-বালাই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে, কিংবা ব্যবস্থাপনাগত দিক থেকেও। বাংলাদেশে অভিবাসন ও শরণার্থী বিষয়ক অধিকাংশ বিশেষজ্ঞই বাংলাদেশ সরকারের এই পরিকল্পনার সাথে একমত নন। বাংলাদেশ সরকারের পরিকল্পনা সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ওই বিশ্ববিদ্যালয়েরই শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরু’র প্রধান ড. তাসনীম সিদ্দিকী।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু