ভাসানচরে এক হাজার ৬৪২জন রোহিঙ্গার নতুন ঠিকানা

ভাসানচরে এক হাজার ৬৪২জন রোহিঙ্গার নতুন ঠিকানা

মিয়ানমারের বাস্তুচুত রোহিঙ্গাদের ভাসানচরে পৌঁছানর পর তাদের জন্য নির্মিত আশ্রয় কেন্দ্রের বিভিন্ন কটেজে রাখা হয়। ভাসানচরে যাওয়া এসব রোহিঙ্গাদের আগামী পাঁচদিন তাদের রান্নাকারা খাবারসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম. মোজাম্মেল হক।

Your browser doesn’t support HTML5

ভাসানচরে এক হাজার ৬৪২জন রোহিঙ্গার নতুন ঠিকানা

বাংলাদেশের অনান্য দ্বীপাঞ্চলের চেয়ে ভাসানচরে গড়ে তোলা আশ্রয়কেন্দ্রটি অনেক বেশি নিরাপদ বলে জানিয়েছেন আশ্রয়কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা কমডোর আবদুল্লাহ আল মাহমুদ।

ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে সবধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর বিষেশ জাহাজে এক হাজার ৬৪২জন রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হয়। শীঘ্রই আরো একটি দল ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানান কর্মকর্তারা।

হাসান ফেরদৌস