রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ

রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমার একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এই ঐকমত্য হয়েছে। সোমবায় ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন অং সান সুচির দপ্তরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ে ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি খসড়া চুক্তি মিয়ানমারকে দেয়া হয়েছে। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রীকে বলা হয়েছেÑ সন্ত্রাসের ব্যাপারে বাংলাদেশ সব সময় জিরো টলারেন্স দেখিয়ে আসছে। নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুব শিগগিরই মিয়ানমার যাবেন এটাও জানান পররাষ্ট্রমন্ত্রী। যৌথ ওয়ার্কিং গ্রুপ কবে হচ্ছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন তো বিষয়টি নিয়ে মাত্র দুইপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তাছাড়া একটা আলোচনায় তো সবকিছু শেষ হয়ে যাবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে আবার আলোচনা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ আশাবাদী। আনান কমিশনের সুপারিশ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট