রোহিঙ্গা জনগোষ্ঠীর ইতিবৃত্ত নিয়ে প্রফেসার সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে আলোচনা

আজকের যে রোহিঙ্গা জনগোষ্ঠী, এঁরা আসলেই কারা- কোথায় এঁদের গ্রন্থী গ্রথিত রয়েছে- এঁদের ভবিষ্যত কেমন, কোথায় এঁদের বাসভূমি গড়ে উঠবে, আবার কবে-কতোখানি সূরক্ষিত হয়ে – ইত্যকার বিষয়গুলোর ইতিবৃত্ত আমরা জানতে চেয়েছি বাংলাদেশের ইতিহাসবীদ প্রফেসার সৈয়দ আনোয়ার হোসেনের কাছে। আমরা তাঁর সঙ্গে কথা ব’লি টেলিফোনে।

Your browser doesn’t support HTML5

প্রফেসার সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন