দুই শতাধিক রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শনিবার দুই শতাধিক মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা আটক করে তাদের নিজ দেশের সীমানায় পাঠিয়ে দিয়েছে। শনিবার ভোরে নাফ নদীর তিনটি পয়েন্টে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো বাংলাদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করে। বাংলাদেশের সীমান্তরক্ষীরা জানান, ১ ডিসেম্বর থেকে এই ১৭ দিনে এ নিয়ে মোট ১২৪টি রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত পাঠানো হয়েছে।


এদিকে, ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার স্থায়ী একটি সমাধানের লক্ষ্যে ইন্দোনেশিয়া একটি উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহেই বাংলাদেশ এবং মিয়ানমার সফর করবেন বলে কথা রয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

দুই শতাধিক রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি