বৈঠকের ভিডিও আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

Rothjatra

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির গণতন্ত্র বাঁচাও শীর্ষক রথযাত্রা কর্মসূচি পালনের বিষয়ে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে হওয়া বৈঠকের ভিডিও আনতে হবে রাজ্য প্রশাসনকে কে। গণতন্ত্র বাঁচাও শীর্ষক রথযাত্রার কর্মসূচি শেষ পর্যন্ত পালন করা যাবে কিনা এই সংক্রান্ত মামলায় আজ মঙ্গলবার শুনানি শেষে রাজ্য প্রশাসনকে কে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আগামীকাল বুধবার ফের এই মামলার শুনানি। এদিনই বিজেপিকে তাদের রথযাত্রার নতুন নির্ধারিত দিনগুলি জানাতে হবে আদালতে। আজ মঙ্গলবার শুধুমাত্র বিজেপির আবেদনই শোনেন বিচারপতি। এদিনের শুনানির শুরুতে বিজেপির আইনজীবী এস কে কাপুর বলেন, “এটা কোনও ধর্মীয় র‍্যালি নয়। আমরা রথযাত্রার দিন পরিবর্তন করে সময় কমিয়ে এনেছি। ” তিনি বলেন, “যাঁরা অনুমতি দিচ্ছেন না তাঁরা আদালতের ঠিক করা আধিকারিক। রাজ্য না করেনি।”

প্রসঙ্গত বলা যেতে পারেগত শনিবারই বিজেপির দফতরে ফ্যাক্স মারফত চিঠি পাঠিয়ে রাজ্য সরকার জানিয়ে দেয়, রথযাত্রা অনুমতি নেই তাদের। এরপরই রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

বৈঠকের ভিডিও আনার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট