গুরুতর অপরাধে এবার থেকে  ১৬ থেকে ১৮ বছর বয়সীরা সাবালক হিসেবেই গণ্য হবে

অপরাধে ১৬ থেকে ১৮ পর্যন্ত বয়স সাবালক হিসেবেই গন্য হবে।এরই ওপর কার্যকর হলো ভারতে এ সম্পর্কিত নতুন আইন।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর ধর্ষন ও খুনের মতো গুরুতর অপরাধে এবার থেকে 16 থেকে 18 বছর বয়সীরা সাবালক হিসেবেই গণ্য হবেই।গত 15 ই জানুয়ারী থেকেই কার্যকর হয়ে গেল নতুন এই সাবালক আইন। সংসদের শীত কালীন অধিবেশনে রাজ্য সভায় পাশ হয়ে গিয়েছিল জুভেনাইল জাষ্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন বিল। দেশের রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় তাতে সম্মতিও দেন গত 4ঠা জানুয়ারী। এই নতুন আইন কার্যকর হওয়ার আগে গুরুতর অপরাধের ক্ষেত্রে 18 বছর বয়স পর্যন্ত নাবালক হিসাবে গণ্য করা হত।তাদের পাঠানো হত হোমে। সেখানেও তিন বছরের বেশী রাখা যেত না। নতুন আইনের ফলে প্রাথমিক তদন্ত করবে জুভেনাইল জাষ্টিস বোর্ড। এই বোর্ডের প্রস্তাব অনুযায়ী পরবর্তী বিচার হবে নির্দিষ্ট ধৃত ব্যক্তির।

Your browser doesn’t support HTML5

রোয