ধর্মীয় গোঁড়ামি অসহিষ্ণুতা এবং একনায়ক তন্ত্রের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ

দেশে বেড়ে চলা ধর্মীয় গোঁড়ামি অসহিষ্ণুতা এবং একনায়ক তন্ত্রের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করছেন ছাত্ররাই। আর সেই জন্যেই বার বার ছাত্র সমাজকে টার্গেট করা হচ্ছে বলে দাবী করলেন প্রবীন অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক। জওহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ের এই প্রাক্তন অধ্যাপকের মতে দেশের পড়ুয়ারা ক্রমশ জোট বদ্ধ হচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারাই ধর্মীয় জিগির রুখে দিচ্ছেন। ফ্যাসিজিমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। সেই কারনেই ওদের বার বার আক্রান্ত হতে হচ্ছে। সাম্প্রতিক জে এন ইউ বির্তকের সমর্থনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের একসভায় আর এস এস বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ভাষাতেই রীতি মতো প্রতিবাদী হলেন মার্কসবাদী এই অর্থনীতি বিদ।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy intolerance