মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস - সিঙ্গুর নিয়ে চিন্তার কারণ নেই

রাজ্যের সিঙ্গুর জমি সংক্রান্ত মামলার প্রশ্ন এবার উঠে এল তৃণমূল কংগ্রেসের কর্মিসভাতেও। দলীয় কর্মশালাতে সিঙ্গুর প্রশ্নের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সূপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নেতাজি ইন্ডোরের ষ্টেডিয়ামে অনুষ্ঠিত দলীয় সভায় সিঙ্গুর জমি মামলার ভবিষ্যৎ জানতে চেয়ে দলনেত্রীর উদ্দেশে প্রশ্ন করেন কয়েকজন কর্মী। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দেন সিঙ্গুর নিয়ে চিন্তার কারণ নেই। চাষিরা জমি ফেরত পাবেন।সভায় দলের কর্মীদের উদ্দেশে নানা বার্তা দেন তৃণমূলনেত্রী। প্রসংগত বলা যেতে পারেগতবার ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন, সিঙ্গুরের জমি কৃষকদের ফেরত দেবেন। সেই মতো আইনও তৈরি করেছিলেন। কিন্তু, সেই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে টাটা কর্তৃপক্ষের করা মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। কয়েক মাস আগে, নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের জনসভা থেকেও মমতা বার্তা দিয়েছিলেন, কৃষকরা জমি ফেরত পাবে। তৃণমূলের সিঙ্গুর আন্দোলনের অন্যতম দুই মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্না, দুজনেই এবারও জিতেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দোপাধ্যায় দলীয় কর্মীদের সিঙ্গুর প্রশ্নে এমনই মত ব্যক্ত করেছেন বলেই রাজনৈতিক বিশ্লষকদের অভিমত।পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy