দেশ জুড়ে সাম্প্রদায়িক অস্থিরতার জন্য বিজেপি তথা সংঘ পরিবারের বিরু‌দ্ধে তোপ দাগলেন মমতা

দেশ জুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য বিজেপি তথা সংঘ পরিবারের বিরু‌দ্ধে ইতিমধ্যেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেমনি আরও একবার সেই পথে হেঁটেই রাজ্যে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দোপাধ্যায়।মাদার টেরিজার সন্ত উপাধি লাভের পর ভ্যাটিকান সিটি থেকে ফিরে মুখ্যমন্ত্রীই চেয়েছিলেন কলকাতার মানুষের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার৷ মিশনারিজ অফ চ্যারিটিকে তাই একটি অনুষ্ঠান আয়োজনেরও অনুরোধ করেছিলেন৷ টেরিজার হাতে প্রতিষ্ঠিত ট্যাংরার ‘শান্তিদান’-এ এদিন তেমনই একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ টেরিজার একের পর এক কাজ, রোমের কিছু অভিজ্ঞতা তুলে ধরে বললেন, “আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের ছুঁতে পারবে না৷ আলাদা থাকলেই আক্রমণ আসবে৷ তিনি বলেন, “আমরা একটা যৌথ পরিবার৷ এটাই আমাদের বিশ্বাস৷ মানবিকতাই আমাদের ধর্ম৷ সবাইকে ভালবাসাই আমাদের বিষয়৷ মাদার টেরিজা এই সত্য বুকে নিয়ে কাজ করতেন৷ আমাদেরও সেটাই ধর্ম৷ এবং এই পথেই আমাদের চলতে হবে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy