ইরান পরমানু সমৃদ্ধকরণ কর্মসূচী বন্ধ করবে না: রুহানী


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন তার দেশ পরমানু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না যদিও তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সংগে গঠন মূলক আলোচনা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন।

মিঃ রুহানী IRIB টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে বলেন ইরানের পরমানু পরিশোধনের অধিকার আছে এবং তারা সেটা চালিয়ে যাবে।

তিনি বলেন তাঁর ভাষায়, “আমি আমাদের জনগণকে এই নিশ্চয়তা দিতে চাই যে এই নীতি জনগণের দ্বারাই নির্ধারিত হয়েছে। এই অধিকার জনগণের এবং সর্বোচ্চ নেতারা যে রুপোরেখা তৈরী করেছেন সেটাই আমরা আলোচনার শেষ পর্যন্ত প্রয়োগ করব।