জাতিসংঘের সিরিয়া প্রস্তাবে আপোষ রফা

Military tanks drive into the Jabal Al-Zawya area of Idlib on August 1, 2011 in this still image taken from video posted on a social media website. The death toll in Syria's violent crackdown on opposition to President Bashar al-Assad in the city of Hama

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার সিরিয়ার বিষয়ে একটি সম্ভাব্য আপোষ প্রস্তাব নিয়ে আলোচনা করেছে , যাতে ঠিক নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করা হবে না, কিন্তু সিরিয়ার ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে নিন্দে জানানো হবে এবং সিরিয়ার সরকার ও বিরোধীদের একটি সর্বজনগ্রাহ্য রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনার আহ্বান জানানো হবে। নিষেধাজ্ঞা আরোপোর বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল্

এ সম্পর্কে ফরাসী দূত সংবাদদাতাদের বলেন যে নতুন খসড়ায় বড় রকমের আপোষ রফা করা হয়েছে । তিনি বলেন আমরা সত্যি সত্যি সমঝোতা চাই। যে খসড়া আমরা উপস্থাপন করছি , তাতে নিষেধাজ্ঞার কথা নেই এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এখন আশা করা যাচ্ছে যে পরিষদের সকল সদস্যের সঙ্গে একটা সমঝোতা হবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন ও আশাবাদী মন্তব্য করেন।

তিনি বলেন যে প্রধান ব্যাপার হচ্ছে দুটি বিষয় না হারানো। প্রথমত অবিলম্বে সেখানে সহিংসতা বন্ধ করা আর দ্বিতীয়ত এমন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা যাতে সংস্কারের কথা থাকবে।