রাশিয়ার বিরোধী পক্ষীয় এক নেতার বিরুদ্ধে ৫ বছরের কারাদন্ড

রাশিয়ার একটি আদালত দেশটির প্রখ্যাত এক বিরোধী পক্ষীয় নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ৫ বছরের কারাদন্ড দিয়েছে। এর ফলে তিনি আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে হয়তো অংশ নিতে পাররবেন না।

এ্যালেক্সি নাভালনি নামের ঐ নেতা নিদজেকে নির্দোষ দাবী করে বলেছেন তিনি ঐ রায়ের বিরুদ্ধে আপীল করবেন এবং প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে নির্বা্চনে লড়বেন।

রায় ঘোষণার পর নাভালনি বলেন আমরা এই রায় মানি না। সংবিধান অনুসারে নির্বাচনে অংশ নেয়ার অধিকার আমার রয়েছে এবং আমি অংশ নেবো। তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।