রাশিয়ার বোমা বর্ষনে হোম্স-ইদলিব ও আলেপ্পো প্রদেশে কমসে কম দূ’শ অসামরিক লোকের প্রাণ বিনাশ

এ্যামনেস্টী ইন্টারন্যাশনাল সিরিয়ায়, রাশিয়ার বিমান অভিযান নিয়ে তাদের সমালোচনায় আজ বুধবার নতুন এক সংযোজনে বলছে- রাশিয়ার বোমা বর্ষনে হোম্স-ইদলিব ও আলেপ্পো প্রদেশে কমসে কম দূ’শ অসামরিক লোকজনের প্রাণ বিনাশ হয়েছে।

অধিকার গোষ্ঠী এ্যামনেস্টী ইন্টারন্যাশনাল বলছে রাশিয়ার বিমান অভিযান বাড়িঘরের ওপর হামলা চালিয়েছে- আঘাত হেনেছে হাসপাতালসমুহে – অথচ আসপাশে কোত্থাও কোনো সামরিক লক্ষস্থল বা সৈন্য সামন্ত ছিলোই না , তাদের গবেষনাই তাই প্রামন মিলেছে। এ্যামনেস্টী ইন্টারন্যাশনাল বলছে তাদের হাতে প্রমান আছে যে রাশিয়া গুচ্ছ বোমা ব্যবহার করেছে আন গাইডেড বা লক্ষবিহীন বোমা মেরেছে।