নাইরোবির মলে - পাকিস্তানের চার্চে সন্ত্রাসী হামলা নিয়ে নিরাপত্তা বিশ্লেষক জেনারেল সাখাওয়াতের বিশ্লেষন

এই সদ্য সমাপ্ত সপ্তাহান্তে প্রায় একই সময়ে আফ্রিকায় – পাকিস্তানে সন্ত্রাসী হামলায় মানূষ প্রাণ হারালো ডজন কে ডজন – আহত হলো আরো বহূ মানুষ – আতংকে শিউরে উঠলো বিশ্বজোড়া সূশীল সমাজ । কিনিয়ার মলে আস শবাবের তত্পরতার যুক্তিগ্রাহ্যতা প্রমানের অপচেষ্টায় বলা হ’লো সোমালিয়ায় সৈন্য পাঠানোর কারনে বদলা নিতে নাইরোবির বিপনী বিতানে এ হামলা হ’লো – ওদিকে পাকিস্তানের ঐতিহাসিক এক চার্চের হামলার যাথার্থ প্রমানের চেষ্টায় তালেবানরাও ড্রোন হামলার কথা বললো । মানুষ – সাধারন মানুষ এ মানুষ হত্যার অজুহাত মানবে কিভাবে । এ নিয়ে মূ্ল্যায়ন করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হুসেইন ।kenya shooting

Your browser doesn’t support HTML5

kenya shooting