য়ুক্রেন পরিস্থিতি নিয়ে ডক্টর সেলিম জাহানের সাক্ষাত্কার

জি সেভেন জোটের নেতারা স্থির করলেন যে জুনে তাঁরা নিজেদের মধ্যে শীর্ষ বৈঠকে মিলিত হবেন- রাশিয়ার সঙ্গে মিলে বৈঠক করবেন না।
রাশিয়া, য়ুরোপের বড়ো একটা বানিজ্য শরিক দেশ- তার তেল গ্যাস সরবরাহের ওপর য়ুরোপের বেশ ক’টি দেশ নির্ভর করে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী য়ুক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন য়ুক্রেনের নতুন সরকারকেই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।
এসব বিষয় নিয়ে আমরা কথা বলি অর্থনীতিবিদ-সংবাদ ভাস্যকার নিউ ইয়র্ক প্রবাসী ডক্টর সেলিম জাহানের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

Your browser doesn’t support HTML5

ukraine salim jahan