ভারতে সমাজবাদী পার্টির ভাঙন, নির্বাচনী প্রতীক নিয়ে সমস্যা

India

সরকারী ভাবে সমাজবাদী পার্টির ভাঙন এখন নেহাত সময়ের অপেক্ষা। কিন্তু দু মাসের মধ্যেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। কে তখন পাবে দলের নাম আর নির্বাচনী প্রতীক? মুলায়ম সিং ও অখিলেশ যাদব যুযুধান দু তরফের নেতা। দুজনেই নির্বাচন কমিশনের কাছে পুরনো নাম ও প্রতীকের দাবি করেছেন। অতীতের উদাহরণ স্মরণ করে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এ রকম ক্ষেত্রে কমিশন সাময়িক ভাবে ফ্রিজ করে দেয় দুটিই। বিবদমান পক্ষদের বলা হয় বিকল্প নাম ও প্রতীক চাইতে। পরে সব দাবি বিচার করে কমিশন বলে দেয় কে আদত দাবীদার। প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের দলের নাম (সমাজবাদী জনতা পার্টি) ও প্রতীক ব্যবহারের জন্য অখিলেশ যাদব প্রাথমিক কথাবার্তা বলেছেন বলে খবর।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট