পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই দশকের ওপর পার হলেও চুক্তির বাস্তবায়ন না হওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি জেএসএস।
জেএসএস নেতা সন্তু লারমা শান্তি চুক্তির ২১ তম বার্ষিকীর প্রাক্কালে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মিলনে অভিযোগ করেন সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন না করে একে অসন্মান করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান সরকার গত এক দশকে চুক্তির পূর্ণ বাস্তবায়নে কোন দৃশ্যমান পদক্ষেপ নেয় নাই। তিনি বলেন জাতিয় নির্বাচনকে সামনে রেখে পার্বত্য এলাকায় পাহাড়ি লোকজনদের ওপর নির্যাতন নিপীড়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে। জেএসএস নেতা অভিযোগ করেন নির্বাচনী তফসিল ঘোষণার পর পার্বত্য এলাকায় ক্ষমতাসীন দলের দলের প্রার্থীদের জন্য সুবিধা জনক পরিস্থিতি সৃষ্টি করতে তাঁর দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন পাহাড়ি জনপদে জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ নাই।
উল্লেখ্য, ১৯৯৭ সালের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়।
Your browser doesn’t support HTML5
দুই দশকের ওপর পার হলেও চুক্তির বাস্তবায়ন হয়নি