রিভিউ চেয়ে আবেদন করেছেন জামাতে ইসলাম পার্টীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদী

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ড রায়ের পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে আবেদন করেছেন জামাতে ইসলাম পার্টীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদী- জানাচ্ছেন ঢাকা থেকে জহূরুল আলম।১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদী। রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর এই আবেদন জমা দেয়া হয়। এ বিষয়ে সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন সাঈদী তার রিভিউতে খালাস চেয়েছেন। এর আগে গত ১২ই জানুয়ারি তাঁর আমৃত্যু কারাদণ্ডের রিভিউ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে সাঈদীকে একটি বিশেষ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল চাওয়া হয়েছে। ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি আপিল করেন। ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়।

Your browser doesn’t support HTML5

alam