ক্যান্সার রোগটিকে সনাক্ত করতে MasSpec পেনের আবিস্কার

যদি কোন রোগীর ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়ে, তবে বেশীরভাগ ক্ষেত্রেই সার্জনকে সন্দেহজনক টিস্যুটি কাটাতে হবে এবং এটি পরীক্ষা করতে হবে। এই পরীক্ষার ফলাফল পাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে। একটি নতুন আবিষ্কার অর্থাৎ MasSpec নামে একটি পেন মাত্র কয়েক সেকেন্ডে এর ফলাফল দিতে সক্ষম।

আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে এ বিষয়ে VOA-এর সংবাদদাতা Elizabeth Lee এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

Your browser doesn’t support HTML5

আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত