বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা World Health Organization সড়কপথে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা কমানোর জন্য জরুরী ভিত্তিতে কিছু কার্যক্রম নেওয়ার কথা ঘোষণা করেছে।
এই প্রতিবেদন থেকে জানা গেছে, সড়ক দুর্ঘটনাজনিত আঘাতের কারণে প্রত্যেক ২4 সেকেন্ডে একজন মানুষ রাস্তায় মারা যায় এবং নিহতদের মধ্যে অর্ধেকের বেশি হলেন গিয়ে পথচারী, মোটর সাইকেল চালক অথবা যাত্রী।
এই প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে যে আফ্রিকা মহাদেশে সড়ক দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর হার সর্বোচ্চ এবং ইউরোপে হল গিয়ে সর্বনিম্ন।
এ বিষয়ে আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Lisa schlein এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত
Your browser doesn’t support HTML5
স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত
।