সাম্প্রতিক কালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে, যে হারে সমগ্র পৃথিবী জুড়ে টাইপ টু (Type II) ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করে খুব শীঘ্র সারা পৃথিবী জুড়ে Insulin এর অভাব দেখা দিতে পারে।
ডায়াবেটিস অথবা মধুমেহ রোগের চিকিৎসায় Insulin নামক হরমোন এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এ বিষয়ে আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Faith Lapidus এর প্রতিবেদনটি পঅরে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।
Your browser doesn’t support HTML5
স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে প্রতিবেদনটি পঅরে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত