নতুন একটি Smart Watch অর্থাৎ প্রযুক্তিগত ভাবে উন্নত ঘড়ি কিন্তু আপনার শরীরের রক্তের মাত্রা, ঘামের পরিমাণ, এমনকি আপনার মানসিক উৎকণ্ঠা সব কিছুই বলে দিতে সক্ষম।
ডায়াবিটিস (Diabetes)এবং ফ্লু(Flu)এর মতো রোগকেও সনাক্ত করে দেবে এই ঘড়ি ।
এ বিষয়ে আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Mariia Prus এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
Your browser doesn’t support HTML5
স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে Mariia Prus এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত