ভারতের ফিল্মি দুনিয়া অর্থাৎ Bollywood গতবছর তৈরি করেছিল একটি চলচ্চিত্র যার নাম হল “Toilet: Ek Prem Katha”.
খোলা আকাশের নীচে মলত্যাগ করার মত একটি অস্বাস্থ্যকর প্রথা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে চালু রয়েছে, শৌচালয় সৃষ্টি করে সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে এই চলচিত্র।
এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Anjana Pasricha এর প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
Your browser doesn’t support HTML5
ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Anjana Pasricha এর প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত