কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। মনেটারি পলিসির বৈঠকে সে প্রসঙ্গ একাধিকবার উল্লেখ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তবে প্রথম পর্যায়ের মতো ক্ষতি না করলেও একাধিক রাজ্যে লকডাউনের রেশ পড়েছে আর্থিক ক্ষেত্রে। তাই চলতি অর্থবছরের জন্য সংশোধিত হল জিডিপি।২০২০-২১ অর্থবর্ষে বলা হয়েছিল যে এবছর জিডিপির বৃদ্ধি হতে পারে ১০.৫ শতাংশ।

Your browser doesn’t support HTML5

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি

কিন্তু এই বৈঠকে সেই হার সংশোধন করে বলা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধি হার হবে ৯.৫ শতাংশ। করোনার জেরেই এমন হ্রাস, তা উল্লেখ করেছেন আরবিআই গভর্নর।দেশে মূল্যবৃদ্ধির হার আটকে রাখতে আরও একবার সুদের হার অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সুদ নীতিতে কোনও পরিবর্তন হচ্ছে না। রেপো রেট ও রিভার্স রেপো রেট আগের মতোই ৪ শতাংশ ও ৩.৩৫ শতাংশ রাখা হচ্ছে।