বাংলাদেশের শিক্ষার মান বেড়েছে বললেন শিক্ষা মন্ত্রনালয়ের দুই শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংক ইংরেজীসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের হার কিভাবে বৃদ্ধি করা যায় সেই সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসা শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে জানান, বাংলাদেশের শিক্ষার ষ্ট্যান্ডার্ড এর বিচারে, দেড় দুই দশক আগের অবস্থার সঙ্গে তুলনা করলে বলা যায় এখন শিক্ষার হার যেমন বেড়েছে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিও বেড়েছে।

edn2

তারা চেষ্টা করছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে; বিশেষ করে আমেরিকা ও ইউরোপের শিক্ষা ব্যবস্থার সমপর্যায়ে আনতে। এজন্য কারিকুলামসহ নানা ক্ষেত্রে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা যাচাই বাছাই ও গবেষণা করে, ভালো ভালো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষক অভিভাবকদের মধ্যে সম্পর্ক বাড়ানোসহ নানা আধুনিক পদক্ষেপ নেয়া হচ্ছে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন ষ্টুডিওতে সেলিম হোসেন কথা বলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজী শাহজাহান এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম কামাল উদ্দিন হায়দারের সঙ্গে।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের শিক্ষার মান বেড়েছে বললেন শিক্ষা মন্ত্রনালয়ের দুই শীর্ষ কর্মকর্তা