বাল্য বিবাহে পরিবারের প্রচেষ্টাকে রুখে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উইমেন অব কারেজ পুরস্কার পেয়েছেন বাংলাদেশী কিশোরী শারমিন আখতার।
বুধবার ২৯শে মার্চ পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক অনুষ্ঠানে ফার্ষ্ট লেডী মেলানিয়া ট্রাম্পের হাত থেকে পুরস্কার নেন শারমিন আখতার।
বৃহস্পতিবার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির গ্লোবাল উইমেনস ইনস্টিটিউটের এলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তরা তাঁদের জীবনে নানা সময়ে আসা বাধা বিপত্তির কথা তুলে ধরেন।
ওই অনুষ্ঠানেই কথা হয় বাংলাদেশী শারমিন আখতারের সঙ্গে। এ্যাতো বড়ো একটি পুরস্কার পাওয়ায় শারমিন আখতারের কাছে তার অনুভূতি জানতে চাইলে শারমিন জানায় সে ভীষন খুশী।
শারমিন আখতার রাজাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। লেখাপড়া শিখে সে আইনজীবি হতে চায়।
Your browser doesn’t support HTML5
সাহসী নারীর পুরষ্কার পাওয়া শারমিন আখতারের সাক্ষাৎকার