প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন,প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী,প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহম্মেদ সিদ্দিকী,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক,গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান,পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার,আক্তারুজ্জামান চৌধুরী এমপি,পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর ও জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে শেখ হাসিনা বলেন,দেশের গ্যাস সমস্যা সমাধানে সরকার নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে।